পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে
তাদের কেউ কখনো পুরোপুরি
বুঝতে পারে না;
অথবা বুঝতে চায়ও না।
দোষটা বুঝতে না পারা
মানুষ গুলোর নয়,
ঐ মানুষ গুলোই হয়তো ঠিকঠাক
বোঝাতে পারে না নিজেদের,
তাই কখনো খুব বেশি
ভালোও থাকা হয় না তাদের।


এরা কখনো প্রতিবাদী ;
কখনো অপ্রিয় বাক্যে বা কাজে
নিশ্চুপ নিরীহ প্রাণী।


তাদের যুক্তিকে অযৌক্তিক প্রমাণ করতে
মরিয়া হয়ে ওঠে সুশীল সমাজ ,
তাদের নিঃশ্বাসে দোষ ; চলায় দোষ ;
বলায় দোষ ; চাওয়ায় দোষ ; পাওয়ায় দোষ---


ঐ মানুষ গুলোর কপালে
আজীবন দোষটাই জোটে।


ওরা ধুসর কষ্টে নীরবে ভেসে চলে
সেটাও নাকি দুঃখ বিলাস
সুশীলজনে বলে।


মানুষ গুলো অন্যায় অনাচার  আর
অসত্যের বিরুদ্ধে
রুখে দাঁড়াতে  পারে না
কেবল সুশীল সমাজের দাপটে।


ওরা রুখে দাঁড়াতে পারে না ;
পারে না যুগের হাওয়ায় গা ভাসাতে।
ওরা কেবল দেখে যায়, শুনে যায়
তবু মেনে নিতে পারে না,
মেনে নিতে পারে না বলেই
অচিন গাঁয়ে গড়ে তোলে
   নতুন এক ঠিকানা।।