নাইবা হলো তোমার আমার
একই পথে চলা,
আর কখনো কোনো কথা
নাইবা হলো বলা।
তুমি তোমার পৃথিবী কে
আর করো না পর,
দুঃখ পেতে মিছে মায়ায়
আর ছেড়ো না ঘর।
পর চিরদিন পর-ই থাকে
আপন হয় না কভু,
ঘর কে পর করছো কেন
পরের আশায় তবু!
স্বপ্ন সুখের ভুবন তোমার
শান্তি শীতল ছায়া,
জীবন তোমার ঘিরে থাকুক
মায়ায় ভরা মায়া।