বিপর্যস্ত মানষিকতা যখন চরমে,
অক্টোপাসের মত জড়িয়ে রাখছিল নিঃসঙ্গতা,
হাসতে ভুলে যাওয়া সময়ে কিছুতেই মনে পড়ছিল না কেঁদেও হালকা হওয়া যায় ।
কোণঠাসা হয়ে কেবল বেঁচে থাকার জন্যে বেঁচে থাকা ।
কারো সঙ্গ যখন অস্বস্তির কারণ ছিল,তুমি ঠিক তখনই এলে,
ফিকে হয়ে যাওয়া জীবনের পর্দায় যেন ঢেলে দিলে আকাশের সমস্ত নীল ।
আমার প্রিয় রঙ নীল ।
শুনেছি কষ্টর রঙ হয় নীল ।
শুধু তুমিই শেখালে নীল ভালবাসার রঙ ।
ধীরে ধীরে ঝরে যেতে শুরু করলো জীবনের কষ্ট খোলস ।
মুক্ত বিহঙ্গের মত উড়ে চলা আকাশে ,নীল জোছনা উত্‍সুক নয়নে দেখে আমারে ।
দূর হতে তারারা ছুটে এসে জানতে চায়,"কোথায় পেলে এত আনন্দ" !
কিচ্ছু বলিনি কাউকে ।
তুমি ব্যস্ততায় ডুবে থাকা সময়ের কাছ থেকে টেনে হিঁচড়ে আমার জন্য যখন একটু সময় বের করতে,আমার পুরো পৃথিবী উচ্ছ্বসিত হতো ,
ভাল লাগতো নিজেকে সর্বশ্রেষ্ঠ সুখী ভাবতে ।
ভেবেছিলামও তাই ।
কল্পনার ডানায় ভর করে কল্পলোকের সাম্রাজ্যে কতবার কত রকম ভাবে সাজিয়েছি তোমাকে ,
তুমি জানোই না ।
মাঝে মাঝে বড্ড অভিমান হতো ,এলেই যদি এত বেলা করে এলে কেন ?
তোমার যুক্তি তোমার দর্শন এইসবের কাছে হেরে যেত আমার সব অভিমান ।
কেবল ভালবাসা ই ছিলো দীপ্তমান ।
আজো আকাশের বুকে নীল আছে,রাত্রি এলে জোছনা হাসে ।
সাগর পাহাড় সব আছে, সব ।
আমি আছি ,কল্পনার রাজ্য আছে ,ভালবাসা স্বপ্নরাও আছে ।
কেবল তুমি পাশে নাই ,
আজ সময়ের গর্ভে বিলীন সবটাই ।