তরতরিয়ে বয়ে চলা লাউ ডগা সময়ের
জোয়ারে সঞ্চিত বালুকাবেলায়
সদ্য জন্মানো কষ্ট ক্যাকটাস অরণ্য;
ভাটার টানে সাগর অতল গহ্বরে
বিলীন হয়েছে -- হয়েছে নিশ্চিহ্ন।
হৈম'র বিরহী আঁচল সরিয়ে
কৃষ্ণচূড়া গোধুলি তাই; নীড়ে ফেরা শালিকের
পাখনায় ছড়িয়ে দেয়
সন্ধ্যা মালতী ঘ্রাণ।
নীলিমার নীল ছোঁয়া শ্যামল মৃত্তিকায়
ঘাসফড়িং প্রজাপতির মায়া কানন
ছাড়িয়ে জোনাক সুখের দল
ছুঁয়ে যায় গাঙচিল মেঘের ভেলা।
ঝিনুক জোছনা জলে ভেজা
নূপুরনিক্বণ সুরে আমার ছোট্ট তরী
ছুটে চলে; ছুটে চলে চঞ্চল স্রোতস্বিনীর
ছন্দিত ছন্দে,
হরিণী মন লাজুক ভোরের মাধবী ছায়ায়
সাজাতে চায় সুন্দর পৃথিবী,
যেখানে তুমি আছো;আমি আছি
কাছাকাছি পাশাপাশি....
ভালোবাসি ভালোবাসি।।