সভা সেমিনার মিছিল শ্লোগান
চ্যানেলের খবরে প্রত্যেকটা পত্রিকায়
হাঁট বাজার চায়ের দোকান
কলম যোদ্ধার লেখার খোঁচায়
বিজ্ঞ মনীষীর নীরবতায়---
এতো আলাপ আলোচনা বাক্ বিতন্ড
এতো জবাব এতো প্রশ্ন
হৈ হুল্লোড় বিচারের দাবী,
সাজার নক্সা নমুনায় কত চটকদারি---
শোক পালন নীরবতা ক্লাস বর্জন
কবর খুঁড়ে লাশ পরীক্ষণ
মানব বন্ধন..হেন তেন আরো কত কি!
তবু আজও তো ভয়----
ভয় রাস্তা-ঘাটে বাসে-ট্রামে
স্কুল কলেজ ভার্সিটিতে
ভয় হাঁট বাজারে শপিং মলে
বাড়ী ঘরে মোড়ে মোড়ে।
আকাশে ভয় বাতাসে ভয়
সাগর পাহাড় ভু-মৃত্তিকা
সবুজে ভয় নীলে ভয়
ভয় রাতে দিনে সারাবেলা,
এখন কেবল ভয়ের খেলা।
ভয় নিঃশ্বাসে বিশ্বাসে কথায় হাসিতে
ভয় শয়নে স্বপনে
ভয় পুরুষের চাহনীতে।
হ্যাঁ,আমি ওসব পশুদের কথা বলছি।
যারা নারী শরীরের ঘ্রাণে পিছু নেয়;পিছু,
আর যাই হোক ওরা মানুষ নয়
মানবতা নেই কিছু।
বয়সের ব্যবধান ভুলে ওরা শুধু শরীরের পার্থক্য খোঁজে।
শিশু কিশোরী তরুণী যুবতী
উফ!কি ব্যাভিচার কি দুর্নীতি।
এবার ক্ষ্যান্ত দাও;ক্ষ্যান্ত দাও অনাচার
কেন ভুলে যাও---নারী মায়ের জাত।