বাপরে বাপ, বাপরে বাপ,
রবি মামার ভীষণ তাপ ।
গাওটা যেন দিচ্ছে জ্বেলে,
পুড়ছি মোরা গরম তেলে !
রোদের তাপ পরছে চালে,
সূর্য মামা আগুন ঢালে ।
রোদের তাপে সবাই পুড়ে,
মেঘের দলে কোনসে দূরে ?
মেঘরা নাকি মান করেছে,
ঝর্নাধারা তাই সরেছে !
সূর্য মামা রাগ ঢেলেছে,
অনল বুঝি তাই জ্বেলেছে !