দিনমান ধরে গান
আমাদের বুড়ি,
বয়সটা হলো তার
মোটে চার কুড়ি ।
পান খায় গান গায়
আর ঘুরে পাড়া,
হইচই শোনে তারে
বাড়ি করে ছাড়া ।
সারাদিন বকবক
তার বড় ঝাঁঝ,
ঘুরে বুড়ি হাতে ছড়ি
নেই কোনো কাজ ।
নিজ হাতে মারে বাড়ি
ঢোল তার সাথে,
তাই দেখে চোখ বুজি
দিনে কিবা রাতে ।