তুমি ছাড়া দূরাকাশে রূপালী চাঁদ,
ঝকঝকে জোছনা ঝরা রাত্রি
আর দেখা হয়নি কখনও ।
ঝোঁপঝাড়ে দিগ্বিদিক উড়ে চলা
জোনাকির নীল প্রদীপ,
তোমায় খুঁজে দেবো বলে
তার পিছু ছোটা হয়নি কতকাল ।
জীবন প্রদীপ ক্রমশঃ ধূসর মলিন ,
তবু কখনও হয়নি মনে,
আজ নাহয় একলা আমি
নির্জন নীরবতায়
একটু রুপালি জোসনা দেখি,
দু'চোখ ভরে দেখি পৃথিবীর বর্ণিল রূপ ।