নদীর ধারে বালুর চরে  
    সাদা কাশের ফুল,
উতল বায়ে যায় দোলায়ে
    কাশের পাকা চুল ।
অথৈ জলে ছলাৎছলে
    ছুটে পালের নাও,
হাল ধরিয়া পাল তুলিয়া
    কোথায় মাঝি যাও ?  
নদীর জলে কলমী দোলে
    ঊর্মি ছুঁয়ে যায়,
সেইসে ফুলে ভোমর দলে
    ফুলের মধু খায় ।
জলের পরে খাড়াই পাড়ে
    গাঙশালিকের দল,
খুড়ছে মাটি গড়ছে ঘাঁটি
    করছে কোলাহল ।
গাঙচিলেরা পাগলপারা          
    উড়ছে দলে দলে,    
জঠর ভরে শিকার ধরে           .
    ঝাঁপিয়ে পড়ে জলে ।