তুমি ছাড়া কতটা বসন্ত পেরিয়ে গেলো,
গহীন বনের পাপিয়ারা
অবিরাম ডেকে থেমে গেলো,
কত বুনোফুল সৌরভ ছড়িয়ে
পথের ধূসর ধুলায় মিশে গেলো ।
কত বর্ণিল গোধূলি
কত রুপালি জোসনা ঝরে
শেষে অমানিশা এলো,
তবুও প্রতিক্ষার হলো না অবসান ।
অবসাদে বিবর্ণ ফুলের মতো
ঝরে পড়ার ক্ষণ এলো দিনের শেষে ।