রঙিন গোধূলি ম্লান হতে চলেছে,
বুনো পাখিদের কেউ কেউ এখনো পথে,
যারা ফিরতে পেরেছে নীড়ে
তারা আনন্দে মুখর ।
রাখাল বালক দলে
মেঠো পথের ধুলো উড়ায়ে
গরুর পাল নিয়ে ছুটেছে বাড়ির পানে ।
পঞ্চদশী পূর্ণ শশী উঠি উঠি করে
উঠে গেল দিগন্তে নিমেষে ।
চারিধার ভাসিয়ে দিল আলোর ফোয়ারায় ।
পাড়া গাঁয়ের কাঁচা সেই পথের বাঁকে
আধো আলো আধো ছায়ায়
হৃদয় গহনের অদৃশ্য আহ্বানে
সরলা ষোড়ষী কিশোরী
পাশে দাঁড়িয়ে নির্দ্বিধায় ।
দু'চোখের ভাষায় ছুঁয়ে দিলো মন,
আমি ছুঁয়ে দিলাম
তার পদ্মকোমল অধর আঙিনায় ।
তারপর দুটি প্রাণের দূরন্তপনা
ছুটে চলা অনন্ত অজানায় ।
আজ এই মন সেই ক্ষণ
তাহারেই যেনো ফিরে ফিরে চায়....