ওইদূরে পাড়াগাঁও
ওইদূরে গাঁয়,
ওইখানে ভরা নদী
জল উছলায় ।
শ্যামলিমা গাঁও ঘেঁষে
নদী -খাল-বিল,
সেই জলে মাছ দলে
করে কিলবিল ।
বুক ভরা কালো জল
সেইসব বিলে,
ডানা মেলে ঝাঁপ দেয়
উড়ে গাঙচিলে ।
নদী-খাল -বিল পাড়ে
কানাবগি ঠাঁয়,
চুপচাপ থাকে আর
মাছ ধরে খায় ।
মাছরাঙ্গা বসে থাকে
কঞ্চির ডালে,
ঝুপ করে দেয় ডুব
জল ভরা খালে ।