ওইখানে যাবে নাকি
ওই দূরে গাঁয়,
বিল-ঝিল ভরা নদী
জল উতলায় ।
সেই জলে ফোঁটে রয়
শাপলার ফুল,
তাই দেখে ছুটে আসে
প্রজাপতি কুল ।
দখিনের বায়ু বয়
ছোট ছোট ঢেউ,
শাপলার বাগে সব
দোলা দেয় কেউ ।
কানাবগি ডাহুকেরা
ভীরু দুটি পায়,
কচুরির পানা বেয়ে
হেঁটে চলে যায় ।
খালে-বিলে আছে দেখো
কালো কালো জল,
ওইখানে পেতে পারো
আকাশের তল !
ঝিলমিল করে রবি
সেই জলে ডুবে,
চাও যদি তবে তারে
হাত দিয়ে ছুঁবে ।
ভেসে যেতে পারো তুমি
পাল তোলা নায়,
ছলছল করে জল
দূরে অজানায় ।