মুঠোফোনের নম্বরটা চেয়েছিলেম
বিবর্ণ বিকেলে,
নিঃসংকোচে জানিয়ে দিয়েছো,
হবে না ।
সেই থেকে আড়াল করেছো আপনারে
রুক্ষ্ণ শহরের কোনো অজানা কোটরে ।
স্বেচ্ছা বন্দিনী তুমি ।
আর একটা ঝলক দেখবো বলে
এই শহরে পথশিশুর আদলে
ধূলো উড়া পথের বাঁকে,
অনন্ত প্রতীক্ষার প্রহর গুনি ।