নীল কুমুদিনী চোখে পলকের অথৈ মাধুরী,
সর্বস্ব হারিয়েছি তার মাঝে...
দিকভ্রান্ত হয়েছি সংগোপনে ।
ছায়াঘেরা পড়ন্ত বিকেলে
আকাশের মত নীল পাড়ে
বাসন্তী বর্ণ শাড়ি পড়া,
খোঁপাতে রক্ত গোলাপ
গলেতে শিউলি মালা
নাকেতে নোলক
কানেতে ঝুমকা
ললাটে লাল টিপ্
অধর প্রান্তে ঝরা বাঁকা চাঁদ,
আলতা রাঙা পায়ে
আনমনে বসা যে মেয়েটি,
তোমাকেই বলছি -
শোনো মেয়ে, হাত ধরো
আমরা দু'জন হারিয়ে যাব
শ্বেত কপোতের ডানায় চড়ে
পৃথিবীর সীমানা পেরিয়ে
শুভ্র-নীল আবিরে ঢাকা
নভোমন্ডলে ।
সাতটি বর্ণ কুড়িয়ে দু'জনে
সাজাবো স্বপ্নিল বাঁসর ।
শোনো মেয়ে, হাত ধরো
আমরা দু'জন হারিয়ে যাব
শ্বেত কপোতের ডানায় চড়ে
পৃথিবীর সীমানা পেরিয়ে...।