খোলা জানালার পাশে বসে ভাবছি একা
কবে যে তোমার সনে হয়েছে শেষ দেখা ।।
ভেবে ভেবে আকুল মন দু'চোখে জলের ধারা
তুমিও কি এমন করে হয়েছে পাগল পারা ।।


নির্জনে বসে বসে ভাবছি যখন
তুমিও কি এমন করে ভাবছ এখন,
দিনগুলো কেটে যায় রাত জেগে হয়যে সারা ।
তুমিও কি এমন করে হয়েছে পাগল পারা ।।


ঘুমহীন কত রাত কাটে ভেবে ভেবে
জোনাক জ্বলা স্মৃতিগুলো জ্বলে আর নিভে,
ফেলে আসা স্মৃুতি কি তোমায় দিচ্ছে নাড়া ।
তুমিও কি এমন করে হয়েছে পাগল পারা ।।


খোলা জানালার পাশে বসে ভাবছি একা
কবে যে তোমার সনে হয়েছে শেষ দেখা ।।
ভেবে ভেবে আকুল মন দু'চোখে জলের ধারা
তুমিও কি এমন করে হয়েছে পাগল পারা ।।