আষাঢ়ের মেঘদল
ডানা মেলে উড়ছে,
পাড় হয়ে গিরি-নদী
বিশ্বটা ঘুরছে ।
শোনো বলি তোমাদের
আষাঢ়ের গল্প,
বৃষ্টিরা ঝরে শুধু
সেতো নয় অল্প ।
রাত-দিন ঝমাঝম্
বৃষ্টিরা ঝরছে,
মাঠ-ঘাট বিল-ঝিল
জলাশয় ভরছে ।
বাঁধ ভাঙ্গা বৃষ্টিতে
তরু-লতা নাইছে,
জলাশয়ে ব্যাঙগুলো
গান শুধু গাইছে ।
ফিরে এলো মেঘে মেঘে
আষাঢ়ের লগ্ন,
ব্যাঙগুলো তাই যেন
গানে গানে মগ্ন ।