কংক্রিটের বিরস নগরে দিবাকর যখন নির্বাসনে,
তারা ঝিলমিল নিশীথ রাতের মাঝে
পিচ ঢালা কালো পথের বাঁকে
ফুটপাতে কিংবা বেওয়ারিশ কোন পার্কে
নিয়ণ বাতির আলো-ছাঁয়,
কোলাহলে মেতে ওঠে রাত জাগা কিছু পাখি ।
বৈরী রাতের বুকে
ভ্রষ্ট পথিকের তৃষ্ণা নিবারণে
ওরা প্রতীক্ষার প্রহর গুনে
প্রস্ফূটিত রক্তকমলের মত,
সতীত্ব জলাঞ্জলি দিয়ে
আপনারে সপেঁ দিবে নির্দ্বিধায় !
বিনিময়ে জুটে যদি ফুটোনোট,
জঠর জ্বালা মিটবে তাতে ।
একমুঠো অন্ন জোগাতে
ওরা লাঞ্ছিত প্রতিটি রাতে,
নির্জন কোন বাংলোয় অভূক্ত হায়েনার বাহুডোরে ।
নিশাচর হায়েনার বিষাক্ত নখর
কুড়ে কুড়ে খায় প্রতিক্ষণ
পুষ্পিতার কমলতা...
নিংড়ে খায় স্বর্গসূধা,
তারপর ছুড়ে ফেলে ডাস্টবিনে
দলিত ন্যাপকিনের মত ।