বনের ভেতর চুপিসারে
দুই শিয়ালে বুদ্ধি করে,
ক্ষুধার জ্বালা মিটাই মোরা
কেমন করে শিকার ধরে ?
যুক্তি করে দুই শিয়ালে
একটা শিকার ধরা চাই,
উদর ভরা ক্ষুধার জ্বালা
শিকার ছাড়া উপায় নাই ।
মুরগি কিবা ছাগল ছানা
একটা কিছু পেলেই হয়,
দুই শিয়ালে বলছে কথা
শিকার ধরা সহজ নয় ।
ফন্দি করে দুই শিয়ালে
পুকুর পাড়ে বসলো যেই,
পালিয়ে গেল হাঁসের দল
ধরার কোন উপায় নাই ।
হঠাৎ করে কুকুর দলে
করলো তাদের ধাওয়ারে,
পালিয়ে গেল শিয়াল দুটো
হয়না তাদের খাওয়ারে ।