সেইযে বোশেখ পূজোর মেলায়
সরষে ফুলের হলুদ রাঙা বিকেল বেলায়
নগ্ন নীলাম্বর তলায়,
আমরা দু'জন মেতেছিলেম বাঁকাচোরা চাহনির খেলায় ।
কেউ দেখেনি তা
কেউ বোঝেনি সে প্রণয় লীলা,
শুধু দুই জোড়া চোখের তারায় তারায়
হৃদয়ে হৃদয়ে সারাটা বিকেল
আমাদের যত কথা হয় ।
নীরবে-নিঃশব্দে আমার মন-মন্দিরের ক্যানভাসে
সপ্ত বর্ণ ছটায় তোমার প্রতীমা গড়া হয় ।


ঠিক তখনি নেমে আসে ধূলি ধূসর অন্ধকার লগ্ন,
রক্ত রাঙা দিবাকরখানি
কৃষ্ণ গহবরে চুমু খায় যখন,
তোমার চাঁদ মুখখানি বাসন্তিকার আঁচলে ঢেকে
আঁকা-বাঁকা মেঠো পথ বেয়ে তুমি হারালে দূরে,
যেতে যেতে পেছনে ফিরে একবার তাকালে শুধু
আমার পিয়াসী চোখ পানে,
জোড়া ভাঙ্গা ক্লান্ত গাংচিলের মত ।
সেই স্মৃতি সেই প্রিয় চাঁদ মুখ
হারায়নি আজো বিস্মৃতির অন্তরালে ।
হাজারটা বছর পরে
আজ মনে পড়ে তোমায় নির্মম নির্জনে ।