ভোরবেলা আকাশটা
    ঢেকে দিল কুয়াশা,
ডুবে গেল সবকিছু
    চারিপাশে ধোঁয়াশা !
হিম হিম লাগে শীত
    শিরশিরে বাতাসে,
রবি তাই জাগে নাই
    পূর্বের আকাশে ।
সোনা রাঙা রোদ তাই
    মাঠে-ঘাটে ঝরেনি,
তরু-বীথি তৃণ-লতা
    ঝকঝক করেনি ।
ঝাঁক বেধে কোন গান
    শালিকেরা ধরেনি,
সকালের কোলাহল
    কাক দল করেনি ।
দোয়েলের কোন শিস
    আজ কানে আসেনি,
তাই বুঝি চারিধার
    সুরে সুরে ভাসেনি  ।