শ্যামল গাঁয়ে পথের বাঁকে
কাজল জলের বিল,
সেই জলেতে শাপলা ফোঁটে
উড়ছে শঙ্খচিল ।
শরত এলে বিলের জলে
শাপলা শালুক ফোঁটে,
তার সুবাসে আসছে অলি
কৃষ্ণ ভোমর  ছোটে ।
বিলের জলে মাছের দলে
কিলবিলবিল চলে,
সেই জলেতে ডুব সাঁতারে
পানকৌড়ির দলে ।
বিলের পাড়ে কাশের বন
শুভ্র ধূসর ফুল,
উতাল বাঁয়ে ঢেউ তুলেছে
লাগছে  হুলস্থুল ।