শোনো বলি মেঘগুলি
কোথা যাও উড়ে,
তোমাদের বাড়িঘর
কোন সেই দূরে ?
নিবে নাকি সাথে করে
যাবো সব ছাড়ি,
ঘুরেফিরে দেখে আসি
তোমাদের বাড়ি ।
তোমাদের মতো করে
দাও নারে ডানা,
একসাথে উড়ি আর
সব হোক জানা ।
ডানা মেলে ছুঁয়ে দেখি
আকাশের নীল,
যাযাবর হবো আমি
ধূসরিত চিল ।