চারিধারে রক্ত পলাশ
শিমুল সৌরভে আলোড়িত ধরণী,
ফোঁটেছে লাল গোলাপ
বাগানে টিউলিপ
পথে-ঘাটে-মাঠে
বাহারি ঘাসফুলের ছড়াছড়ি ।
গহীন বনে অবিরাম শিহরণ
শোনে কৃষ্ণ পাপিয়ার সুরেলা ধ্বনি ।
বনানীর ছায়া স্বর্গে
ঝরা পাতার মর্মর সুর,
অনাবৃত শাখা শিশুপর্ণ মুখর,
ফুলে ফুলে নীল ভোমরা
গান ধরে গুনগুন ।
তুমি কি বাতায়ণ মেলো নাই,
দুয়ার খোলে সহস্র ফুলের ঘ্রাণে
পুলকিত হও নাই ?
তুমি ঘর ছেড়ে পাশে এসে দাঁড়ালেই
এই ফাগুনে দেখাবো তোমায়,
পৃথিবীর শতরূপ ।