রুদ্ধ দুয়ার খুলে দিলেম...
যখন খুশি আসতে পারো,
যখন খুশি যেতেও পারো ।
শুধু মনে রেখো এইটুকু...
তুমি আমার প্রথম বসন্ত
আমিও তোমার...
যদিও বিপরীত দিগন্তে বসবাস ।
তবু কখনও দুঃসময়ে শুধু ডাক দিয়ে যেও...
রুদ্ধ দুয়ার খুলে দিলেম...
যখন খুশি আসতে পারো,
যখন খুশি যেতেও পারো ।
শুধু মনে রেখো এইটুকু...
তুমি আমার প্রথম বসন্ত
আমিও তোমার...
যদিও বিপরীত দিগন্তে বসবাস ।
তবু কখনও দুঃসময়ে শুধু ডাক দিয়ে যেও...
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৯৮টি মন্তব্য এসেছে।
দুয়ারে খুলে দিন।
অনেক বসন্ত পেরিয়ে গেলেও
কারোর জন্য ফুল ছিঁড়িনি,
তোমার হাত ধরবো বলে
অন্য কারো হাত ধরিনি।
কি সুন্দর ভাবনা , সত্যিই মুগ্ধ হয়ে গেলাম কবি বন্ধু ।
সুন্দর লিখনি। ভালো থাকবেন সর্বদা প্রিয় বন্ধু। আমার পাতায় ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে।
অনির্বাণ প্রেমের শিখা!
দারুন কাব্যিকতায় মুগ্ধ হলাম।
শুভ কামনা রেখে গেলাম প্রিয় কবি।
রূপক কাব্যে স্বর্গীয় প্রেমের অনন্য অনুভব ..
সুন্দর কাব্যিকতায় মুগ্ধ
শুভেচ্ছা অবিরাম কবিবন্ধু
চমৎকার!শুভেচ্ছা অশেষ!
Very fine presentation...
দুজনা আজ দুই পোলে
তবুও মনে ঢেউ তোলে...স্মৃতি যে ভোলা যায় না,তার উপর প্রথম প্রেম!
উদার মহানুভবতার পরিচয় পেলাম।
ভালোলাগা সঙ্গে অফুরন্ত শুভেচ্ছা রইল কবির জন্য।
বেশ ভালো লাগলো প্রেমের কাব্য নিবেদনের কৃতজ্ঞতা! অনন্য!
প্রিয় কবি,আপনার ৩১ তারিখের কোন পোস্ট নেই,অথচ পাতায় দাওয়াত জানালেন এটা কি হল,নিয়মিত পাতায় থাকুন আমি আপনার পাতায় সতত আছি থাকব।
দূরত্ব কিছুই নয়....
সুবিমল হৃদয়ে জেগে থাকে প্রীতির প্রবলতা।
প্রাণময় এক হৃদয়ের সজ্জন / হৃদয়গ্রাহী অস্তিত্ব কে আহ্বান
"তবু কখনও দুঃসময়ে শুধু ডাক দিয়ে যেও"
শুভেচ্ছা রইলো
শুভকামনা সতত ----
অতি সুন্দর। অনেক শুভেচ্ছা।
দারুণ লাগল পাঠে একটি চমৎকার কাব্য।
তাই হোক তার জীবনে যিি আছেন কবির মননে।
শুভকামনা রইল সতত।
ভাল থাকুন সর্বদা।
Darun laglo
এতটা উদার হতে পারেন। ভেবে ভাল 'তবূ কখনও' পারিনি আমি এমন হতে। খুব ভালো লাগলো।
রূপক! কিন্তু সেই রকম হয়েছে।
অনেক অনেক শুভেচ্ছা।
ভালো থাকুন।
অপূর্ব!!!
Valo tobe rupok dhormi lekha r o unnoto hobe chesta korun,
দারুন!!তুমি অামার প্রথম বসন্ত!পাঠে সে বসন্তের অাভাস মিললো।
খুব সুন্দর। ভাল লাগলো।
আশা, নিরাশা'র এক মিলন-সেতু'র আখড়া।
খুব সুন্দর আহ্বান কবিবন্ধু।ঈশ্বর আসবেন নিশ্চয়।শুভকামনা রইলো।
অসাধারণ - শুভেচ্ছা রইল
খুব সুন্দর। ভাল লাগলো। শুভেচ্ছা রইল অনেক।
সুন্দর!
খুব সুন্দর কবি।
অসাধারণ উদারতারর সুচারু প্রকাশ
এটাই প্রকৃত প্রেম প্রিয় কবি..
হৃদয়ের কথামালা!
...
প্রাণবন্ত উল্লোল প্রকাশ।
মুক্ত হৃদয়ের আহ্বান। অনন্য অনুভবের প্রকাশ।
অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা জানালাম প্রিয় কবিবর।
অসাধারণ প্রেম বিজড়িত মনোভাবের প্রকাশ
সুপ্রিয় কবি বন্ধুবর। পাতায় না পেয়ে কষ্টে
ছিলাম মনোয়ারুল ভাই। নিশ্চয়ই ভাল
আছেন কবি ভাই। শুভেচ্ছাই রেখে
গেলাম। ভাল থাকুন সব সময়।
অপূর্ব কবিবর।
দুজন দুজনার প্রথম বসন্তের পয়লা ফোটা ফুল। যদিও ভিন্ন বাগে বসবাস তথাপি দরজা খোলা। সুখের দিনে না হোক দুর্দিনে স্মরণের আহবান প্রেমিক কবির। এমন প্রেমের কবিতা হৃদয়ে দোলা না দিয়ে পারে? দোল লেগেছে চিত্তে। সুতরাং শুভ কামনা ।
দুঃসময়ে শুধু ডাক দিয়ে যেও... । বড়ই মহৎ হৃদয়ের কথা । কবির হৃদয় তো এমনই হওয়াটাই যথাযথ । সতত শুভেচ্ছা রইল ।
অনন্য সৃষ্টি প্রিয় কবি... শুভেচ্ছা রইল।
ভাল লাগল প্রেম ভাবনা ।
কাব্যে মুগ্ধ ! শুভ কামনা রইল অশেষ ।
এই না হচ্ছে প্রকৃত প্রেমিক!
________________________________
সুন্দর লাগলো।
________________________________
সুপ্রিয় কবির জন্য শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা থাকলো।
ভালোবাসার অংগনে প্রেম সদাই মুক্ত ।
অনবদ্য । শুভেচ্ছা ও শুভকামনা সতত । ভালো থাকুন । সংগে থাকুন ।
বাহ! অসাধারণ। তাকে মুক্ত রেখেও, যাওয়ার সব দরজা খোলা রেখেও ভালোবাসার কথা বলে দেওয়া।
খুব সুন্দর।
কবিকে শুভকামনা।
মুক্ত হৃদয়ে ভালোবাসার আসা যাওয়া হোক অবাধ।
অনন্য সু্ন্দর প্রকাশ! শুভকামনা রইলো।
অপূর্ব!!!
বিরহ প্রেমের কাব্য পাঠে মুগ্ধ হলাম।
ধন্যবাদ প্রিয় কবি বন্ধু।
শুভেচ্ছা রইল আলোকিত আগামী প্রভাতের।
বাহ! হৃদয় উজার করা কথাবুলি।
বুলবুলি রে বুলবুলি।
আকাশ কালো বৈশাখী মেঘ, চল'না আজি পরান মেলি,
কুঞ্জবিতান পুঞ্জে পুঞ্জে, সিঁদুর রঙের
খেলা খেলি।
বুলবুলি রে বুলবুলি, করিস কেন চুলবুলি,
আসিস আবার যাস রে চলে,
আগুন লাগে ভুলভুলি।
চরৈবতি প্রাণের খেলায়, লজ্জাবতির প্রাণের দোলায়,
হেলায় ফেলায় দিস না আমায়,
চর্তুদোলায় ভুলভুলি,
বুলবুলি রে বুলবুলি, করিস না'রে
চুলবুলি।
আন্তরিক শুভকামনা রইল প্রিয় কবি।
প্রিয় কবি,দারুন প্রেম্ময় রুপক কবিতা,পাঠে মুগ্ধ হলাম,ধন্যবাদ
খুব ভালো।
সুন্দর উপস্থাপনা।
রোমান্টিক কবিতা। মনোমুগ্ধকর ।শুভেচ্ছা রইলো
মন ছুঁয়ে দিলে কবি বন্ধু
ভাল থেকো সবসময়
আসতেই হবে প্রেমের টানে
সুন্দর প্রেমময় কবিতা....
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.