এই ‌‌‌'কলুষিত' মজলিশের কাছে
আমার কোন চাওয়া নেই। পাছে,
উপযাচক হয়েই যদি কিছু যণ্ত্রনা
দিয়ে দেয়? যদি আরও কিছু কুমন্ত্রণা
ছড়িয়ে দেয় আমার সরল মনে?
ভেবে দারুন শংকিত আমি অনুক্ষনে।


এই 'নোংরা' আসরে পদচিহ্ন রেখে
আমি খুবই বিব্রত। থেকে থেকে
গোপন চোখ রাঙানী কুঠারাঘাত করে;
রক্ত চাহনী আর তীব্র ভ্রুকুটির এই তাসের ঘরে,
আমার সরল ভাবনা কবরচাপায় ফেলে
কিংকর্তব্য বিমূঢ় আমি, মাথা ঠুকি শূন্য দেয়ালে।


(২০১৪)