এখন ঠিকানা এক করাতকল,
চাপা পড়ে আছি অনেক কাল।
প্রতিনিয়তঃ ব্যবচেছদের শব্দ শুনি,
আর পালা আসার দিন গুনি।


এক সময় ঠিকানা ছিল এক গহীন বন,
ছিল সবুজ পাতা, কচি ডালের সরল মন।
মৃদুলা বাতাস, পাখীদের কল-কাকলী,
আহ! ফুলের গন্ধে ছুটে আসা অলি!