আমি খুবই সামান্য, একবােরই তুচছ,
নগন্য অামি, হয়তোবা কিছুটা অস্পৃশ্য।


নেহায়েত এ উৎসবে একটু স্নেহের লোভে,
অবাঞ্ছিত হয়ে এসে গেছি কিছুটা নিরবে।


এসব ইচছাকৃত কাঙ্গালীপনা আর
কিছু বেহায়াপনাই সম্বল আমার।


অনেকদিন কেউ স্নেহভরে ডাকে না বলে,
আমি এসে যাই মিথ্যা অজুহাতের ছলে।


এই ভরা মজলিশের আনন্দ-উচছাসে,
জানি, বড় বেমানান আমি সবার কাছে।


তবু কাধের উপর একটা ভদ্রতার হাত,
কারো অনিচছাকৃত কাষ্ঠ হাসি,বাজিমাৎ!


চলে যেতে না বলার বদান্যতায়
আমি খুবই প্রীত অপার মুগ্ধতায়।


ইচেছ করে ভূল করে কারো ইশারায়
অাত্মসুখে থাকি অকারন অনর্থক সাড়ায়।




(২০১৬)