কাল বনলতা সেন এসেছিল বলে
আমি তীর খুজে পাশুয়া নাবিক হয়েছিলাম।


"এতদিন কোথায় ছিলেন'' শুনে
ক্লান্তি ভেঙ্গে প্রাণ ফিরে পেয়েছিলাম।


কাল বনলতা সেন এসেছিল বলে
আমি পাখির নীড়ে বাসা বেধেছিলাম।


কালো চুলের মায়া ভরা অন্ধকার ছিল বলে
আমি বাতিঘর ফিরে পেয়েছিলাম।


কাল বনলতা সেন এসেছিল বলে
আমি জীবনানন্দ হয়েছিলাম।