অবসানে সমাপ্তি জীবন
        -মনজুর আলম
---------
ফাগুন আসে বছর ঘুরে
রেশমী চুড়ি-নূপুর পরে
কেউ হাসে, কেউ ফাঁসে
বসন্ত একবারই আসে?

যদি কেউ একবার ফাঁসে
কপাল পুড়ে শনি নাচে
অমাবস্যা প্রতি মাসে
বসন্ত একবারই আসে?


হাসির ঘর লক্ষ্মী ছাড়ে
ফাঁসি কাষ্ঠে দণ্ডিত চড়ে
কেউ কাঁদে, কেউ হাসে
বসন্ত একবারই আসে?


গৃহে পোষা পশু করে
বেঁধে রেখে বাহু ডোরে
লাল রক্ত সাদা করে
বিলাপ সাধন বসন্তরে।

যত প্রাণী পৃথিবী জুড়ে
মৃত্যু স্বাদ গ্রহণ করে
অবসান কঠিন সত্যি!
কে তাকে রুধিতে পারে?


জীবের একটাই জীবন
একবারই আসে অবসান
বসন্তও আসে একবার-ই
অবসানে সমাপ্তি জীবন।
----------
জন্মঃ ২৫/১০/২০২২ খ্রিঃ।