গীতি কবিতা (১৩৪)
বালা-খানাহ্ জেলখানা
কাঙালের ভালো লাগে না।।
-মনজুর আলম
-------
বালা-খানাহ্ জেলখানা
কাঙালের ভালো লাগে না।।
আমীরের বালা-খানাহ্
কাঙালের তা জেলখানা
থাকলে টাকা সোনা দানা
জেলখানাই বালা-খানাহ্।।


বিচার পূর্ব সবাই হাজতি...
রায় শেষে কেউ কয়েদি।।
যার আছে পেশি শক্তি(২)
তিনি পান চির মুক্তি।।
বালা-খানাহ্ জেলখানা
কাঙালের ভালো লাগে না।।


টাকা নাই পেশি শক্তি
তিনি আবার হাজতি!!
এমন কেউ আছে বলো...
যিনি দেন সবার মুক্তি??
বালা-খানাহ্ জেলখানা
কাঙালের ভালো লাগে না।।

থাকলে টাকা সোনা দানা
জেলখানাই বালা-খানাহ্
বালা-খানাহ্ জেলখানা
কাঙালের ভালো লাগে না।।
-------
জন্মঃ ০৬/১১/২০২২ খ্রিঃ