গীতি কবিতা (১৩২)
প্রভু করে দর্শন।।
-মনজুর আলম
-----
এই যে এতো আয়োজন
প্রভু খায় কি কখন??
প্রভুর হুকুম তালিম করে মানুষই যখন!
প্রভু করে দর্শন, প্রভু করে দর্শন।


মানুষের মাঝেই বিরাজ করে প্রভু যখন!
হিংসা-দ্বেষ হ্রাস পায়, ক্রোধ নিরঞ্জন।।
প্রভুর হুকুম তালিম করে মানুষই যখন!
প্রভু করে দর্শন, প্রভু করে দর্শন।


স্বস্তি ফিরে পায় মানুষের মন
স্বার্থক ভবে মানব জনম।।
এই যে এতো আয়োজন
প্রভু খায় কি কখন?
প্রভুর হুকুম তালিম করে মানুষই যখন!
প্রভু করে দর্শন, প্রভু করে দর্শন।
------
জন্মঃ ০২/১০/২০২২ খ্রিঃ।