দেয়ালের ছায়ায় মাথা ঠুকে সময়ের জঞ্জাল,
সুখের মাপকাঠিতে স্বপ্ন গুলো বড্ড মাতাল।
যে সন্ধ্যায় হারিয়েছি মন, ছুঁয়ে তোমার হাত,
ভেবেছিলাম অগোছালো বেহিসেবী দিনরাত;
কেটে যাবে শীতের পরশে উষ্ণ আদরের খুঁজে।
শূন্য এই শহরে পা পিছলে ভালোবাসার ভাঁজে,
ঝুলে থাকবে আবেগের ঋণখেলাপীর নোটিশ।
পান্ডুলিপির হারানো বিজ্ঞপ্তির খুঁজে অহর্নিশ;
কবিতাদের খনির অতলে মহাকাল যাবে ডুবে;
তবু তোমার সান্নিধ্যই ঘুম পাড়ানির গান গাইবে।
ইতস্তত দিন বদলে আমি আজ খুলেছি দুয়ার,
বৈরী সময়ের সম্মুখে পশ্চাতে যা আছে হারাবার,
একে একে সব যোগাযোগ যদি হয় বন্ধ তোমার;
লাভ নেই প্রিয়, আমি আর পাইনা ভয়, না-পাবার।
স্রোতস্বিনী নদী ছেড়ে গেলে তোমার চোখের জল,
বৃষ্টির সৃষ্টিতে প্রানের উচ্ছ্বাস হবে অপার্থিব উজ্জ্বল।