পৃথিবীটা গোলাকার বলেই তোমার আমার দেখা
হওয়ার কোন সম্ভাবনাই নেই।
ঘুরতে ঘুরতে ইঁদুর বিড়াল চক্রে পড়ে ছুটে চলেছি
অবিরাম হারিয়ে ফেলছি খেই।
পৃথিবীটা যদি কোণাকার হত তাহলে হয়তো একদা
জীবনের শেষ সায়াহ্নে দাঁড়াতাম।
তোমার সাক্ষাতের আশায় কোন এক কোণায় অপলক
তাকিয়ে নিজেকে সাজাতাম।
ময়নাতদন্তের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী নিখোঁজ
লাশের বুকের বাম অলিন্দটা হবে উধাও।
সামান্য কয়েকটা কদম এগিয়ে গেলেই হয়ত মিলে যেত
অপরাজিতা ফুলের মত ঠোঁটের মায়াটাও।
রঙিন প্রচ্ছদে স্বপ্নের শেষ আঁচড় এঁকে দিয়ে প্রিয় শিল্পী
ভেসে গেছে শহরবিমুখ দক্ষিণা হাওয়ায়।
ভালোবাসাটা অধরাই রয়ে গেল দিব্যজ্ঞানের সভ্যতায়
আটকে থাকে ছ্যাচড়া ভালোলাগায়।
পোড়া চোখের সীমানায় খুন হতে যেয়ে বাঁচার ইচ্ছা
নিয়ে ফিরে আসে কোনো এক শৈশব।
কৈশোর পেরোনো যুবকের মস্তিষ্কের ভিতরে আদিম
প্রেমের দহনে ঝুলে থাকে অচেনা শব।