ভীষণ একা, ভালো থাকার মুহূর্তগুলো
ছিনিয়ে নিয়ে যায় ভালো না থাকার অসুখেরা।
সামর্থ্য না থাকার স্বপ্নরা আসেনা ঘুমের গহীনেও,
একজীবনে মানুষ আর কতো কিইবা করে,
বিশ্বাস আর সন্দেহ নিয়ে করে বসবাস।
কেন প্রেম আসে অবেলায়, ছেড়ে যায় অবেলায়!
একলা থাকার একটা দিন দরকার,
একা দীর্ঘ একটা রাত দরকার,
অশ্রুর প্লাবন হবে যে দিন-রাত।
বর্ষার মত পূর্ণ যৌবনা ক্ষত-বিক্ষত ঝড় দরকার,
যমুনায় আছড়ে পড়া পাড়-ভাঙ্গা ঢেউ দরকার,
যেখানে তুমি নাই সেখানে হারাতে চাই।
অপ্রাপ্তিগুলো মনে করিনা কখনো, কাঁটা বিঁধবে বলে,
আমার নির্বার ঘুমগুলো কেড়ে নেবে বলে।
সুখের দাম কত, বন্ধু!
বেলা শেষে কতোতে বিকোয় সুখ!
বেপরোয়া আমি সুখ চাই মরে যাবার আগে,
ঘুমানোর আগে আমি মুচকি হাসি চাই,
একটু আলো চাই, একটু পূর্ণিমা চাঁদনি চাই।
এক চিমটি মেঘ চাই, এক পশলা বৃষ্টি চাই,
গ্লানিগুলো ধুয়ে-মুছে একা হতে চাই।
চোখের ভিতর রক্তলাল কৃষ্ণচূড়ার আভায়
আমি ডুবতে চাই,
আমি ফিরে পেতে চাই আমাকে।


[ঢাকা, ২৯-এপ্রিল-২০১৮]