মাইনেটা যত কমই হোক মাসের।
মায়ের ইনসুলিনের টাকা, ডাক্তারের খরচ,
হাসপাতালের খরচ, কম পরে না কখনো,
এ এমনই এক বরকত মহান রবের।


অনেক যত্নে গড়েছে যে নশ্বর জীবন।
দুনিয়ার যত বাধা, যত না বিপত্তি সব,
আগলে রেখেছে ভালবাসার আঁচলে,
এ এমনই এক মেহেরবানের মায়ার বাঁধন।


এক ফোঁটা জলের দলা, রক্তপিন্ড ছিলাম।
সবেগে স্খলিত পানি থেকে সৃজিত করে,
সুন্দরতর অবয়বে পৃথিবীতে দিল ঠাঁই,
এ এমনই এক দয়াময়ের দয়ায় এলাম।


লক্ষ বছর আগে ছেড়ে রূহের জগতের সত্য।
নিশ্চিত মৃত্যুর স্বাদ গ্রহণের অপেক্ষায় থেকে,  
ধরনীতে এসে পাপী হয়েও ক্ষমার আশায় থাকি,  
এ এমনই এক পুনঃপুনঃ মার্জনাকারীর মহত্ত্ব।  


সুপারিশ করিও নসিব প্রিয় সুপারিশকারীর।
পরিশুদ্ধ করে অমৃত জীবন নদীর পানিতে,
অনন্ত হায়াতের ফুল বাগানে দিবেগো আশ্রয়,
এ এমনই এক ওয়াদা সরলপথ প্রদর্শনকারীর।