সূর্যের ছায়া হয়ে রোদ্দুরে হাঁটি আমি,
খাপ না খাওয়া যে শহরে তুমি নেই,
সে শহরে দূর্ভিক্ষ বারো মাস।
খরায় পুড়ি, বৃষ্টিতে হই গৃহহারা কাক,
যেখানে তুমি নেই, সেখানে ঘর বলে কিছু নেই,
সুখের আবছায়াও নেই।
ব্যাস্ততা কুড়ে কুড়ে খায় সময়ের মাথা,
কংক্রিটের দানবেরা কেড়ে নেয় সোনালী রোদ,
মেঘের ছায়া, তোমার-আমার মুক্ত আকাশ।
হতে চাই না আমি নীলাম্বরের ঘুড়ি,
অবিশ্বাসীর হাতে রেখে নাটাই-সুতো।
তুমি কি দেখেছো আবেগ হারানো হৃদয়,
বা উচ্ছন্নে যাওয়া সেই যুবকের মুখ?
একুশ বছর ধরে স্বপ্ন বুনে যাওয়া,
আশাহত তরুণীর ঝুলন্ত লাশ,
ফেলে যাওয়া ক্যান্সার আক্রান্ত সমাজ,
পঁচে যাওয়া জনপদ, মানবজন্মের সোনালী ইতিহাস।
ফুরসত পেলে আরেকবার ছুঁয়ে দেখবো তোমার আঙ্গুলগুলো,
নেবো কাঁচা পেঁয়াজ আর পান্তার ঘ্রান, শুকনো মরিচের উত্তাপ।