জানো! কোন এক বর্ষায় কদম কুড়ানোর দিনে,
খুঁজেছি তোমায় সুদীর্ঘ্য ছায়াদের ভীড়ে মনে মনে।
তোমার কাজলের রঙ মুছে যাবে বলে হয়নি দেখা,
বৃষ্টি শেষের রংধনুয় তোমার কপোলের মায়াবী রেখা।


কিছু কথা রয়েই যায়, বলা হয় না বলি বলি করে,
কিছু কথা বুঝেই যাও, নৈঃশব্দের তীব্র চিৎকারে।
আচমকা মনে পড়ে যাওয়া কোনো স্মৃতির কথায়,
আজও বুকের ভিতর খামচে ধরে চিনচিন ব্যাথায়।


তোমার যখন সময় হবে আমার তখন বেলা ফুরায়,
তুচ্ছ তাচ্ছিল্যেও বুক বাধি হিমালয় সমান আশায়।
ফেলে আসা দিন ফেরাতে গড়েছি স্বপ্ন শ্রমে ঘামে
মায়াবী মুখ দেখে সময়কে কিনি জীবনের দামে।


বেলাশেষে সব লেনদেন ফুরিয়ে কোন দাবীতে
সামনে দাড়াবো, হারানোর আগে ফের হারাতে?
তোমার আসা যাওয়া অহর্নিশ চলুক ভিতরে বাহিরে,
অশনিসংকেতের ঝড় উঠুক বুকের দরিয়ার গভীরে।


অহিংস আন্দোলনের ডাক উঠুক পৌষে মাঘে,
তোমাকে পাবার আকাংখায় ভাটা পড়ার আগে;
এপাড়া ওপাড়ায় গুঞ্জনের রব উঠুক ফিরে আসার,
তোমাকে পাবার আরেকটা দিবস হোক ভালোবাসার।