অলীক সব স্বপ্ন বুনতে হারিয়েছো বহুদুর,
বাহিরে রঙধনু খেলে ভিতরে ভাঙচুর।
হৃদয়টা খাঁ খাঁ দুপুর করে সঙ্গোপনে,  
সব বসন্ত নিয়ে গেছো বসন্তেরই দিনে।


দেহখানা পোড়াও তুমি কষ্টের অনলে,
অন্তরের উনুনে নিজে নিজে জ্বলে।
আবেগের আবাসস্থল হৃদপিণ্ড ছেড়ে,
ফুলপরীরা ঘর বাঁধে মস্তিষ্কের গভীরে।


যদি মিথ্যেই হয় তোমার স্বপ্নের আর্তনাদ,
যদি ব্যার্থই হয় অমন হাসির অনুবাদ,
তবে মনের সংসারে ভালোবাসা ফুরাবে,
জল আনতে আনতে প্রেম বিষম খাবে।