পাহাড় গড়েছি চোখের উপর,
তাই অঝোরে বইছে ঝর্না।
তোমার নামে কিনেছি শহর,
তাই বসন্ত দিয়েছে হানা।


অন্ধকার চিড়ে আলো আসবে,
পরিচিত সুখের ঘ্রাণ নিয়ে।
সময়কে শাসিয়ে সেও ফিরবে,
বুকের কষ্ট চোখে ভাসিয়ে।


একদিন আমিই নাহয় চেয়েছিলাম,
তোমার আকাশে তারা হতে।
নিজে জ্বলে আগুন-জলে ভাসলাম,
দুঃখ বিলিয়ে ক্লান্ত দু'হাতে।


কবিতারা পড়ে থাকবে তপ্ত রোদে,
বাতাসে প্রাপ্তবয়স্ক দীর্ঘশ্বাস।
হায়! তোমাকে চাওয়ার অপরাধে,
আজ নগরে সুখের নাভিশ্বাস।