প্রেম কোন বয়স মানে না,
চল্লিশ পেরোনোর পরই তুমি বুঝতে পারবে।
রোমান্স করতে স্পর্শ লাগে না,
চল্লিশ বসন্তের চোখগুলো এক হলেই জানতে পারবে।
তোমার ভিতর যে হায়েনা চিমটি কাটে,
খুনসুটির হাতটি যখন অনিয়মের শিকল ভাঙ্গে।
যে সূতোয় হৃদয় বাঁধে আষ্টেপৃষ্টে,
তোমার-আমার বসত ঘরের সাতটি রঙে।
সেখান এক আস্ত বিড়াল খামচে ধরে,
নিয়ম করে নিয়ম ভাঙ্গার শিকে ছিঁড়ে।
অমানুষের মাপকাঠিতে আমার বাজার পরছে নূয়ে,
তোমার এখনো বয়স বাড়েনি চল্লিশোর্ধ ষোড়শী মেয়ে।
কয়েক যুগের হাড়খাটুনির পরই কেবল বুঝতে পারি,
চক্ষু-কর্ণ, অস্থি-মজ্জা করছে সবাই আড়া আড়ি।