চোখ খুলে দেখি দরদী চোখ জোড়া সাথে নেই আর,
চেয়েছিলাম, দাওনি চোখের জল মোছার অধিকার;
তাই বুকের ভিতর আগলে রাখি খড়কুটোর সংসার।


বেলি ফুল হাতে নিয়ে ভিখারি রমনীরা রুটির খুঁজে,
কাঁধের উপর ঝুলিয়ে বিষবৃক্ষের চারাগাছ, চোখ বুজে
গোগ্রাসে গিলে শৈশব, প্রেমহীন সিদ্ধ হাতের ভাঁজে।


মানব শরীর ছাড়বে বলে নোনাজলের ঢেউ উছলায়,
অসময়ের ভীড়ে ফের কি হবে দেখা, বারংবার সুধায়;
গৃহহীন আশ্রয়ের সন্ধানে থাকা ডানাকাটা পাখিটায়।


স্বপ্ন সত্যি করে আসবে ফিরে, কষ্মিনকালেও বলোনি,
আকাশটা গুছিয়ে দিতে আমার আঙিনায় পা রাখোনি;
আমার স্বপ্নগুলো কখনো তোমার আপন মনে করোনি।


সহজে ভুলে যাওয়ার অমোঘ বিদ্যা আয়ত্ত করে সযতনে,
রঙধনু গায়ে মেখে এসো হেমন্ত শেষে উৎসবের পার্বণে;
ভুল দরজার কড়াটা ভেঙে, ভালোবাসার একদফা মেনে।