কখনো বুঝতে পারিনি তোমায়,
এতটা কাছে রয়েছ তুমি।
তবুও চিনতে পারিনি তোমায়,
আমার মাঝেই তো তুমি।


এতটা ভালো বাস আমায়,
এতটা ভালো বাসতে জানো তুমি।
কি করে মূল্য দিব তোমায়?
নষ্ট মনের পাপিষ্ঠ আমি।


ক্ষমা করতে ভালোবাস তুমি,
আমি অধম বুঝেও বুঝি না।
আমার মাঝে খুঁজি, কে আমি?
দিনে দিনে বাড়িয়ে পাপের দেনা।


তুমি সব সময়ই মঙ্গলটাই করো,
অমঙ্গল থেকে রাখো দূরে।
ধরার আগে আমায় না ধরো,
শুধরানোর সুযোগ দাও বারে বারে।  


প্রশংসার যোগ্য কে আর আছে বলো,
তুমি ছাড়া আর কেইবা পারে?
দিনে ছড়াতে আলো, রাতে আঁধার কালো ,
আগুন থেকে ফুল বাগানের তরে?


তোমার দেখানো সহজ সরল পথে,
চলতে পারি না, পড়ে থাকি ধোঁকায়।
কল্যাণের তরে নসিহতের সাথে,
দাও গো ক্ষমা, সুখ, শান্তি সকলি আমায়।