সাজানো রেলগাড়ী ছেড়ে যাবে একদিন জানি।
তাই দরদাম করা ছাড়া নেবে না সময়ের গাড়ি,
সবাইকে ফিরাবে না বলে বরাদ্দের আপন বাড়ি,
তবু শহরের আকাশে তোমার ফেরার দিন গুনি।


জীবন থেকে পালিয়ে বেড়ানো ছিল জটিল ধাঁ ধাঁ।
জন্মেই দেখেছি উনুনে জ্বলছে সুখ-দুঃখের হাসি,
চোরা পেটের ধোঁকার আগুনে হৃদয়ের হয় ফাঁসি,
আমৃত্যু দন্ডপ্রাপ্তদের স্বর্গ ছুঁতে শুধু মৃত্যুটাই বাঁধা।


পৃথিবীর পাঠ চুকানো রেখেই স্বপ্নের আত্মাহুতি হয়।
মাঝ নদীতে ঝুলে থাকা বেওয়ারিশ  লাশেরা সুধায়,
ভুলে যাওয়া ভুলের মাশুলে সুখ নাকি বেফাঁস কথায়,
জীবনের বায়োস্কোপে লুটেরা মায়ার প্রতিচ্ছবির ভয়।