ভেবেছি সুখি হয়েছো দেখে তোমার মুখ ভরা হাসি,
ভেবেছি তোমাকে পেলে মুছে যাবে দুঃখ পঁচা বাসি।
ভেবেছি মেঘেদের উপর চাপিয়ে বিষন্নতার দায়ভার,
ভেবেছি ঘরহীন আশ্রয়হীন আমি নিবো পিছু তোমার।


ভেবেছি জানতে চাইবে কেমন আছি খড়কুটো আমি,
ভেবেছি আমাকে পেয়ে গেলেই ভালোবাসা পাবে তুমি।
ভেবেছি তোমার দখিনের জানালাই আমার প্রিয় ঠিকানা,
ভেবেছি তোমার হাসির সৌন্দর্যে আর কখনো হারাবো না।


ভেবেছি একলা থাকাই একলা চলাই সুখের বদঅভ্যাস,
ভেবেছি একদিন স্বপ্নেরদিন হয়ে জুড়াবে আমার আকাশ।
ভেবেছি তোমায় দেখে দেখে হিংসুটে হয়ে উঠবে আয়না,
ভেবেছি তুমি আদরে দরদে পরিপূর্ণ করবে আমার বায়না।


ভেবেছি ভালোবাসার খরার দিনে দাপট বাড়াবে দেনাদার,
ভেবেছি তোমার পিছু পিছু ছুটে হিসাবটা মিলাবো আমার।
ভেবেছি তোমার চোখে হারানো আমাকে খুঁজবো কান্নায়,
ভেবেছি অভিমানী প্রেম জয়ী হলে ফিরবো তোমার মায়ায়।


উত্তরা, ঢাকা। ০২-এপ্রিল-২৩