মেঘেদের অপেক্ষার পালা হয়েছে শেষ বর্ষায়,
তোমাকে ছোঁয়ার বাহানায় নেমেছে মৃত্তিকায়।
কদমের পাপড়ির মত ছড়িয়ে জীবনের ভরসা,
এতকাল পর মাটির সোঁদা গন্ধে জেগেছে নেশা।
জোছনারা তোমাকে দেখার আশায় বসে থাকে,
দিন কাটায় ভেজা শুভ্র তারাদের মহলের ডাকে।
আহারে! কতকাল দেখা হয়নি চোখ খুলে তারে,
মাঝরাতের ঘুমভাঙা স্বপ্নেও ভুলা যায় না যারে।
কংক্রিট হৃদয় গড়ে তুলেছে জলের সাথে সখ্যতা,
মেঘেরা সব করেছে বিদ্রোহ চেয়ে বৃষ্টির স্বাধীনতা।
চেনা পথটাতে বৃথাই তোমার নিঃশ্বাসের আওয়াজে,
দুঃস্বপ্নের প্রতিটা প্রহর কাটে তীব্র উষ্ণতার খোঁজে।
থেকে থেকে এতো দূরে যে তুমি সাজাও নীরবতা,
গোধূলির সিঁদুর লাল মুছে ছাই হয়ে দেখি বাস্তবতা।