একদা জলেরও শখ হল আমার চোখ ছোঁয়ার,
তোমার চিবুক ছুঁতে না পারার বিরহে।
তোমার চোখের কারাগারে বন্দি হতে মন,
হৃদয়ে বাক্সবন্দি করেছি অশ্রুজল কে।


ভালোবাসার সৈকতে কুড়াতে স্বপ্নমাখা হাত,
প্রিয় মুখের খুঁজে হারিয়েছি অপলক দৃষ্টি।
নিজের মুখোমুখি দাঁড়িয়ে আয়না কেঁদেছিল,
বুকের ভিতর কষ্ট জমিয়ে নামিয়েছিল বৃষ্টি।


সুখে থাকো বলা ছাড়া আর কিছুই হয়নি বলা,
তোমাকে দেখার নেই বলে কোনো বাহানা।
পহেলা ফাল্গুনে হয়নি তাই আবেগের বিনিময়,
হতাশারা ফিরে আসলেও, শুধু তুমিই ফিরোনা।