আমার হাতে তোমার হাতের অনুভূতি,
নিশ্চিত প্রেমের নিশ্চয়তা চায়।
আটকে থাকা জীবনের শেষ সময়ের,
ক্ষয়িষ্ণু ক্ষয় ধরে রাখাই দায়।


ডুবে যাওয়ার মোহে নৌকা হয়েছিলাম,
ভেসেছিলাম তোমার বুকে।
তোমার আকাশের মেঘের বায়নাগুলো,
বৃষ্টি হয়ে গিয়েছে থমকে।


তোমার শহর ছেড়ে ফিরেনি বলে আর,
বাতাসের সাথে হয়নি সখ্যতা।
শত সহস্র চোখের কোলাহলের ভীড়ে,
খুঁজি তোমার চাহনির নীরবতা।