আজ তোমাকে বলবো কবিতাদের সংসারের কথা,
কিভাবে একেকটা জীবন্ত গল্প হয়ে উঠে কবিতা।
কিভাবে কবিতার জন্ম হয় মস্তিষ্কের আস্তাকুঁড়ে,
কবিতার শব্দগুলো মাথার ভিতর ছুটোছুটি করে।
কবিতারাও দুঃখে কাঁদে তোমার চোখে,
ঠোঁটের কোনে মুচকি হাসে, তোমার সুখে।
খেতে খেতে গল্প জুড়ে দেয় ভালোয় ভালোয়,
ক্যান্ডেল লাইট ডিনারের নীলাভ আলোয়।
কবিতারা কখনো নৌকায় চড়ে,
কখনো পাখির ডানায় তোমায় নিয়ে উড়ে।
ঘুরতে বের হয়, দোল খেতে ভালোবাসে,
খুব কাছে আসে, তোমার বেশে।
ফিসফিসিয়ে বলে, আমিই তোমার কবিতা,
তোমার শুরু এবং শেষ, অস্তিত্বের সবটা।