সময় বড়ই নিষ্ঠুর, বলার কথাগুলোও বলা যায়নি,
সবটুকু সময় তোমার করে নিয়ে গেছো,
ফুরসত দাওনি।
আমার হওয়ার ছিলে বিধায় রয়ে গেছো একা,
অনুভূতির গভীরতা মাপতে জানলে,
দেখতে কতটা পাগল আমার মনটা।
মনের কথাগুলো মুখফুটে বলতে না পারায়,
উদ্দেশ্যহীন চাওয়া পাওয়ায়,
করি অভিনয় কবিতার ভাষায়।
মানুষের স্রোতে ভেসে যাই বলে ভেবো না,
হারিয়েছি ঐ চোখের ভাষা বোঝার ক্ষমতা,
তোমাকে পাইলে সুখ রাখার জায়গা পাইতাম না।
তাই পাওয়া হয়নি মোহনীয় আঁখি,
তোমাকে চাওয়ার অপরাধে হই যদি বন্দি,
খাঁচা ভেঙে দূর্বার আন্দোলনে নামবে মন পাখি।